দুর্গাপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

আপডেট: জুন ১০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার (৯ জুন) রাত সোয়া ১১ টায় রাজশাহীর দূর্গাপুর থানার নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ দুই মাদক ব্যসায়ীকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।

ধুতরা হলো- দুর্গাপুরের নারকেলবাড়িয়ারি মৃত বুদা রায়ের ছেলে নয়ন রায় (২৩) এবং মৃত কালিপদ রায়ের ছেলে সুজন রায় (২৭)। এ সময় তাদের কাছ থেকে চোলাই মদ-১১১৫ লিটার, মাটির পাত্র ২০ টি, সিলভারের পাত্র ১ টি, প্লাস্টিকের ড্রাম ১০ টি ও প্লাস্টিকের বালতি ৮ টি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত চোলাই মদের প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন নারিকেলবাড়িয়া গ্রামস্থ নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।
আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার দূর্গাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ