দুর্গাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দোকানে জরিমানা

আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৩, ১০:৪১ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি:


দুর্গাপুরে দুইটি দোকানে অভিযান চালিয়ে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৭ ডিসেম্বর) উপজেলার থানা মোড় এলাকার একটি গার্মেন্টস ( কাপড় বিক্রয়) দোকানে বিক্রির জন্য রাখা পণ্যে তালিকা না থাকায় এবং ওষুধের ফার্মেসিতে মেয়াদের তারিখ উল্লেখ না করা কারণে এসব জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সহকারী কমিশনার ভূমি (ম্যাজিস্ট্রেট) কৃষ্ণচন্দ্র নেতৃত্বে এবং দুর্গাপুর থানার সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে থানার মোড়ের সরকার ফার্মেসির মালিক মিজানুর রহমানেরর ২০ হাজার টাকা, পিতা মাতা গার্মেন্টসের মালিক কাজলের৭হাজার টাকা টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নিযুক্ত ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ