দুর্গাপুরে মাদক বিক্রেতার এক মাসের কারাদ-

আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৬, ১২:২২ পূর্বাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি


রাজশাহীর দুর্গাপুরে সেলিম হোসেন (৪৮) নামে এক মাদক বিক্রেতাকে এক মাসের সশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহার এ দ-াদেশ দেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলম জানান, উপজেলা নারায়নপুর বাজারে পুলিশের নিয়মিত অভিযান চলছিল। এসময় ইজিবাইকে চেপে বখতিয়ারপুর বাজারের দিকে যাচ্ছিলেন সেলিম। নারায়নপুর বাজারের কাছে এসে পুলিশের তল্লাশী দেখে সেলিম ইজিবাইক থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে এসময় পুলিশ ধাওয়া করে তাকে ধরে ফেলে। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে দুই পুরিয়া গাঁজা পাওয়া যায়। বিকেলে সেলিমকে ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হলে আদালত তাকে এক মাসের সশ্রম কারাদ-ের আদেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ