সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুর পৌর এলাকার বহরমপুর গ্রামে বাবা-মায়ের ওপর অভিমান করে গত রোববার আলহাজ আলী (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। আলহাজ দুর্গাপুর পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও উপজেলা যুবদলের সহসভাপতি চয়েন উদ্দিনের ছেলে।
জানা যায়, পৌর এলাকার বহরমপুর গ্রামের চয়েন উদ্দিন ছেলে আলহাজ আলীকে পারিবারিক বিষয়াদি নিয়ে বকঝকা করেন। এ নিয়ে রোববার বিকেলে বাবা মায়ের সাথে কথা কাটাকাটি হলে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশেই আমগাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে আলহাজ। বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরা রশি কেটে রাতেই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলেও স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক আলহাজকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রহুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।