দুর্গাপুরে রাতে নিখোঁজ সকালে মিলল বৃদ্ধার লাশ

আপডেট: ডিসেম্বর ৮, ২০২৩, ৯:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


দুর্গাপুরে রাতে নিখোঁজের পর সকালে পুকুরে ভেসে ওঠে রাজুবালা (৬৫) নামের এক বৃদ্ধার লাশ। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাড়ির পাশে একটি পুকুর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের মৃত ভাদু প্রামাণিকের স্ত্রীরাজুবালা।

রাজুবালার ভাই সুনীল কুমার বলেন, আমার বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে বোনকে তার ঘরে পাওয়া যাচ্ছিল না। তাকে বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার ( ৮ ডিসেম্বর) সকালে প্রতিবেশীরা বোনকে বাড়ির পাশে পুকুর ভাসতে দেখে। এ সময় স্থানীয় মেম্বারের সহযোগিতায় থানার পুলিশকে খবর দেয়া হয়।

সুনীল আরও বলেন, আমাদের ধারণা, রাজুবালা রাতে পুকুরঘাটে এসে পানিতে পড়ে ডুবে যায়। সে মানসিক ভারসাম্যহীন ছিল। সে নিঃসন্তান ছিল।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, পুকুর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ