দুর্গাপুরে সাবেক এমপি মুনসুরসহ ৭৩ জনের নামে মামলা

আপডেট: অক্টোবর ৯, ২০২৪, ১১:১২ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি:


রাজশাহীর দুর্গাপুরে সাবেক এমপি,চেয়ারম্যান, মেয়রসহ আওয়ামী লীগের ৭৩জন নেতাকর্মীর নাম উল্লেখ করে রাজশাহী বিজ্ঞ আমলী আদালতে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলার ক্ষিদ্রখলশী গ্রামের ইয়াসিন আলী সরদারের ছেলে ইয়াদ আলী আদালতে উপস্থিত হয়েছে এ মামলা দায়ের করেন। মামলার বাদী উপজেলার ক্ষিদ্রখলসী গ্রামের বাসীন্দা।
এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ জুলাই দুর্গাপুর উপজেলার হাটকানপাড়ায় আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মনসুর রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) মনোনীত প্রার্থী এ্যাড. নাদিম মোস্তফার নির্বাচনী প্রচারনায় ও নির্বাচনী অফিসে আগ্নেয়াস্ত্র, বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে নেতাকর্মীদের মারপিট, নির্বাচনী অফিস ভাংচুর, অগ্নিসংযোগ করে। এসময় আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের বাড়ীঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও চালায়। এঘটনায় (৮অক্টোবর) মঙ্গলবার দুর্গাপুর উপজেলার ক্ষিদ্রখলশী গ্রামের মৃত ইয়াসিন আলী সরদারের ছেলে ইয়াদ আলী বাদী হয়েছে রাজশাহীর আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিরা হলেন ,রাজশাহী-৫ আসনের সাবেক এমপি ডা: মনসুর রহমান, দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ, পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, সবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, মোজাহার আলীসহ৭৩জন আওয়ামীলীগের নেতাকর্মীর নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ