রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুরে ইউপি চেয়ারম্যান ও সচিব, পিআইসি মেম্বার ও ট্যাগ অফিসারদের নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার এসএনএসপি প্রকল্প-ডিডিএম ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আমিনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা ড. বিমল কুমার প্রামানিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সাইফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা গোলাম রাব্বানী, প্রকৌশলী খলিলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, নওপাড়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী, কিসমত গণকৈড় ইউপি চেয়ারম্যান আফসার আলী মোল্লা, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ ইউপি সচিব ও সদস্যগণ উপস্থিত ছিলেন।