দুর্গাপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি পাবনায় গ্রেপ্তার

আপডেট: জুন ২১, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি:


রাজশাহী দুর্গাপুরে স্কুল ছাত্রী ধর্ষণের মামলায় এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম রাশেদ মিয়া (৩০)। শনিবার ২১ জুন সাড়ে ১২টায় পাবনা জেলার আতাইকুলা থানা এলাকায় র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত রাশেদ মিয়া দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামের রমজান মন্ডলের ছেলে।

র‌্যাব ও মামলা সূত্রে জানা যায়, কাঁঠালবাড়িয়া গ্রামের বখাটে রাশেদ মিয়া একই গ্রামের অষ্টম শ্রেণিতে পড়া এক নাবালিকা কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। সে তার প্রস্তাবে রাজি না হলে তাকে নানারকম ভয়ভীতি দেখিয়ে আসছিলো রাশেদ।

গত ২৭ মে সেই কিশোরী একই গ্রাম কাঁঠালবাড়ীয়ায় তার চাচা সামেদ আলীর বাড়িতে বাড়িতে রান্না করা তরকারি নিয়ে দিতে যায়। এরপর ওই কিশোরী (ভিকটিম) রাত সাড়ে আটটার দিকে একাই তার বাড়িতে ফিরে যাচ্ছিলো। এমন সময় ওৎ পেতে থাকা আসামি রাশেদ ওই কিশোরীর বাড়ীর সামনে থেকে তাকে মুখ চেপে ধরে পাশেই মুনবর শাহর পেয়ারা বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে ২৮ মে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০২০) এর ৯ (১)/৩০ ধারায় দুর্গাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং- ১৮ তাং- ২৮/০৫/২০২৫।

সেই মামলার পেক্ষিতে ২১ জুন শনিবার রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১২, সিপিসি -২ পাবনা ও র‌্যাব-৫, রাজশাহীর যৌথ অপারেশন পাবনা জেলার আতাইকুলা থানাধীন গয়েশবাড়ী এলাকায় অপারেশন চালিয়ে আসামী রাশেদ মিয়াকে গ্রেপ্তার করেন। আসামীকে ধর্ষণ মামলার বিষয়ে জিঞ্জাসাবাদ করলে সে সত্যতা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামীকে দুর্গাপুর থানায় ধর্ষণ মামলা মূলে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ