দুর্গাপুরে স্ত্রীর ওপরে অভিমান করে বিষপানে স্বামীর আত্মহত্যা

আপডেট: জুন ১৫, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি:


দুর্গাপুরে জমানো টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধের জের ধরে বিষপান করে আত্মহত্যা করেছে স্বামী জামিল ব্যাপারী (৫৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার যুগিশো গ্রামে। নিহত জামিল শুক্রবার (১৩ জুন) রাত ৯টার দিকে স্ত্রীর ওপরে অভিমান করে ঘাস পড়ানো বিষ পান করেন। পরে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ জুন) দিনগত রাত ২ টার দিকে তিনি মারা যান।

জানা গেছে, জামিলের প্রথম স্ত্রী শিউলী গত ৭ বছর পুর্বে দুইটি মেয়ে সন্তান রেখে স্বামীকে তালাক দিয়ে দেয় তার প্রথম স্ত্রী। এরপর সেই সন্তানদের বিয়ে দেবার পর মুঞ্জুয়ারা নামের এক মেয়েকে গত ৮ মাস পূর্বে বিয়ে করে সংসার শুরু করেন জামিল। নিহত জামিল কৃষি কাজ করে ১ লক্ষ টাকা জমিয়ে তার ২য় স্ত্রীর নিকট গচ্ছিত রাখেন। সেই টাকা জামিল চাইতে গেলে আজ দেব, কাল দেব, বলে কালক্ষেপণ করতে থাকে। এনিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে মাঝে মধ্যেই বাগবিতন্ডা হত। পরে সেই টার জেরে স্ত্রীর ওপরে অভিমান করে বিষ পান করেন আত্মহত্যা করেন জামিল।
এবিষয়ে দুর্গাপুর থানার (ওসি) (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হেয়ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ