মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান (৩০), পলাশবাড়ী গ্রামের মোয়াজ্জেম (৪০) ও পালিবাজার এলাকার জমসেদ আলী (৩৮। তাদের শুক্রবার (৮ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর-শিবপুর রাস্তায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে প্রাইভেটকারে তল্লাসি চালিয়ে শাকিল খানকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাস ও নাশকতার অভিযোগে থানায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামী ছিলেন তিনি।
অপরদিকে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় উপজেলার পলাশবাড়ী গ্রাম থেকে মোয়াজ্জেম হোসেন ও পালিবাজার এলাকা থেকে জমসেদ আলী নামের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, পৃথক অভিযানে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।