দুর্গাপুর পৌর আ’লীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

আপডেট: মার্চ ২৮, ২০২৩, ২:১৯ অপরাহ্ণ


দুর্গাপুর ( রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহীর দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের নির্বাচিত কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার (২৭ মার্চ) রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যয়া,দুর্গাপুর পৌরসভার আওয়ামী লীগের সভাপতি হিসেবে আজহার আলী ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরিফের স্থগিতাদেশ প্রত্যাহার করে দায়িত্বে পূর্ণ বহল করা হয়েছে। জেলা আওয়ামী লীগের এমন সিদ্ধান্তে উপজেলা আ’লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে। যুগান্তকারী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা।

২০২২ সালের মার্চ মাসের ৯তারিখে অনুষ্ঠিত দুর্গাপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নির্বাচিত সভাপতি আজাহার আলী এবং সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফকে সমন্বয়ে ঘোষিত কমিটি। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, এস.এম. কামাল হোসেনের নির্দেশে আদিষ্ট হয়ে।

২০২২ সালের মার্চ মাসের ১২ তারিখে
স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক কমিটির কার্যক্রম পুর্ণ-বহাল সহ পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এপ্রসঙ্গে, আগামী ৩০(ত্রিশ) দিনের মধ্যে পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ প্রস্তাবিত কমিটি অনুমোদনের জন্য দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের নিকট জমাদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ