শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে দুর্গাপুর সাংবাদিক কল্যাণ সমিতির আত্মপ্রকাশ ঘটে ও ‘দুর্গাপুর সাংবাদিক কল্যাণ সমিতির’ এদিন ২১ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। উপস্থিত স্থানীয় সাংবাদিকদের সম্মতিক্রমে স্থানীয় দৈনিক রাজবার্তা পত্রিকার নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর আলম আহবায়ক, যুগ্ম আহবায়ক দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রতিনিধি আজহারুল ইসলাম বুলবুল ও স্থানীয় দৈনিক সোনার দেশ পত্রিকার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি এস এম শাহজামালকে সদস্য সচিব করা হয়।
অন্য সদস্যরা হলেন, দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি জিএম কিবরিয়া, ভোরের দর্পন উপজেলা প্রতিনিধি শাহীন আলম, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি খোরশেদ আলম, শ্যামবাজার পত্রিকার প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব, জাকির হোসেন চ্যানেল ২৩, নাহিদ ইসলাম প্রথম বাংলাদেশ, মশিউর রহমান মানিক দৈনিক সবুজ নগর, জাহিদ হাসান বর্তমান দেশবাংলা, মমিন জাদরান দৈনিক মাতৃজগত, রাকিব আমার বাংলাদেশ, আব্দুল খালেক ভোরের কাগজ , শাহাবুদ্দিন মোল্লা সাপ্তাহিক অগ্রযাত্রা, ইমাম হোসেন দৈনিক লাখোকন্ঠ, নাঈম মনিংবিডি ডটকম, নাজমুল হোসেন দৈনিক উপচার , শাহীন ইসলাম বিজনেস ফাইল, ফরিদ আহমেদ আবির দৈনিক নয়া দিগন্ত দুর্গাপুর উপজেলা সংবাদদাতা প্রমুখ।
রোববার (১২ মে) বেলা ১১ টায় দুর্গাপুর বাজারস্থ একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে কমিটির নাম ঘোষণা করা হয়।
এ সময় আহবায়ক কমিটির নেতারা জানান, ‘দুর্গাপুরে সাংবাদিক কল্যাণ সমিতি’ সব সময় গণমাধ্যমকর্মীদের যেকোনা বিপদে পাশে দাঁড়াবে। সুবিধাবঞ্চিত সাংবাদিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করা হবে। এই সংগঠনটি মূখ্য ভূমিকা রাখবে বলে দাবি করেন তারা।
এছাড়াও বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার লক্ষ্যে থাকবে বিশেষ উদ্যোগ গ্রহণ করা। এ সময় সৌহার্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে একে অপরের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা। সভা শেষে পরে মধ্যাহ্নভোজ শেষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয় ।