সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৯ দিনের ছুটি পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্লাসসমূহ আগামী ২২ অক্টোবর (রোববার) থেকে ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে অফিসসমূহ আগামী ২৩ অক্টোবর (সোমবার) থেকে ২৫ অক্টোবর (বুধবার) পর্যন্ত বন্ধ থাকবে। তবে পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা, টেলিফোন ইত্যাদি অতি জরুরী বিভাগসমূহ যথারীতি চালু থাকবে ।
প্রসঙ্গত, বন্ধের পূর্বে এবং পূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলার পর শুক্র ও শনিবার মোট চার দিন সরকারি ছুটি থাকায় মোট ৯ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।