শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
শুরুটা একদমই ভালো হয় নি। তবে বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের দ্বিতীয় দিনেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর রহমান। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ৫ শট কম খেলে বাংলাদেশের তারকা গলফার এক লাফে ২৪ ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রের ডজ কেমারের সঙ্গে উঠে এসেছেন যৌথভাবে পঞ্চম স্থানে। প্রথম রাউন্ড শেষে যৌথভাবে ২৯তম স্থানে থাকা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে ছয়টি বার্ডি ও একটি বোগি করেন। যা খুব সহজেই তাকে কাট পেরিয়ে তুলে দিয়েছে তৃতীয় রাউন্ডে।
সিদ্দিকুরের সঙ্গে নিজেদের মাটির এই টুর্নামেন্টে তৃতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের আরও নয়জন গলফার। কাট-এর উপরে থেকে দ্বিতীয় রাউন্ড শেষ করা এই নয় গলফার হলেন দুলাল হোসেন, সজীব আলি, জামাল হোসেন, মোহাম্মদ জিয়া, বাদল হোসেন, মোহাম্মদ নাজিম, সম্রাট শিকদার, আকবর হোসেন ও রবিন মিয়া। বসুন্ধরা বাংলাদেশ ওপেনে এই প্রথম বাংলাদেশের ১০ জন গলফার একযোগে তৃতীয় রাউন্ডে পা রাখল। ২০১৫ সালের প্রথম আসরে সাতজন ও ২০১৬ সালে পাঁচজন উঠেছিলেন তৃতীয় রাউন্ডে। উল্লেখ্য, দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে সর্বনিম্ন তিন শট বেশি খেলা গলফাররাই পেয়ে যান তৃতীয় রাউন্ডের টিকিট।
দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলা দুলাল হোসেন রয়েছেন আরও আটজনের সঙ্গে যৌথভাবে ২২তম স্থানে। দ্বিতীয় রাউন্ডে তিনটি বার্ডি, একটি ইগল ও চারটি বোগি করেন তিনি।
দ্বিতীয় রাউন্ডে দুলালের তুলনায় উজ্জল ছিলেন সজীব মিয়া। পাঁচটি বার্ডি ও তিনটি বোগি করা সজীব খেলেছেন পারের চেয়ে দুই শট কম। তবে প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশী খেলেছিলেন তিনি। ফলে দুই রাউন্ড মিলিয়ে পারের সমান শট খেলা সজীব আরও চারজনের সঙ্গে যৌথভাবে ৩১তম স্থানে রয়েছেন। দুই রাউন্ড মিলিয়ে পারের সমান শট খেলে যৌথভাবে ৩১তম স্থানে আছেন আরেক বাংলাদেশি গলফার জামাল হোসেনও। তবে দ্বিতীয় রাউন্ডে তিনটি বার্ডি ও চারটি বোগি করা জামাল খেলেছেন পারের চেয়ে এক শট বেশী।
তিন লাখ ডলার প্রাইজ মানির এই আসরে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও লিডারবোর্ডের শীর্ষে আছেন থাইল্যান্ডের জাজ জানেওয়াতানানন্দোও। দুই রাউন্ড মিলে পারের চেয়ে ১১ শট কম খেলেছেন। এদিন খেলেছেন ৪ আন্ডার পার। ১০ আন্ডার পার নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের শুভঙ্কর শর্মা।