‘দুর্নীতিবাজরা শ্রমিকদের ঘাড়ে চড়ে সম্পদের পাহাড় গড়লেও শ্রমিকের ভাগ্যের উন্নতি হয়নি’

আপডেট: নভেম্বর ১, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি


বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি গোলাম রাব্বানী বলেছেন, সোনার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে অবহেলিত কৃষকদের অগ্রাধিকার দিতে সরকারকে উদ্যোগ নিতে হবে। দুর্নীতিবাজরা শ্রমিকের ঘাড়ে চড়ে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়লেও শ্রমিকের ভাগ্য পরিবর্তন হয়নি। এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার টেবুনিয়ার মনোহরপুরে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন পাবনা জেলা শাখার অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ৫ আগষ্ট স্বৈরাচার খুনি হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা চলে গেলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। তারা হাসিনাকে ক্ষমতায় আনার পাঁয়তারা করছে। তাকে আর দেশে আসতে দেওয়া হবে না। যারা আনতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

দেশের কৃষকরা অবহেলি তুলে ধরে গোলাম রাব্বানী বলেন, আমার দেশের কৃষকরা বেশি অবহেলিত। প্রান্তিক কৃষকরা আবাদকৃত সবজি ও ফসলের ন্যায্যমূল্য পায়না। যারা উৎপাদন করেনা তারা ফায়দা লুটে থাকে। কৃষকদের মুখে হাসি ফুটাতে হবে। কৃষকদের প্রতি যে জুলুম করা হয়েছে তার অবসান হোক।

কৃষকদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা হলে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, ভারতের কৃষকরা মোদী সরকারের বিরুদ্ধেও আন্দোলন করে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি চোখ রাঙাতে পারবেনা। আসুন আমরা দুনিয়া ও আখিরাতের শান্তির জন্য ঐক্যবদ্ধ হই। কৃষকের দাবি পুরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি ডা. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার অফিস সম্পাদক মাওলানা আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম, কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের বগুড়া অঞ্চল পরিচালক আতাউর রহমান, কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের বগুড়া অঞ্চল সহকারী পরিচালক মো: বদিউজ্জামান, পাবনা সদর উপজেলা উপসহকারী কৃষি অফিসার মো: কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সহ-সভাপতি দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানে ডা: মনিরুজ্জামানকে সভাপতি ও নাজমুল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন পাবনা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ