শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকের নিয়ে ৫ দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধান বিষয়ক রিপোটিং কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও জিআইজেড এ কর্মশালার আয়োজন করেছে।
গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় নগরীর পদ্মা আবাসিক এলাকায় চেজ রাজ্জাক সার্ভিস সেণ্টারে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় দুর্নীতিবিরোধী অনুসন্ধান রিপোর্টিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে সেশন পরিচালনা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মফিজুর রহমান এবং একাত্তর টিভি চ্যানেলের পরিচালক (নিউজ) ইসতিয়াক রেজা।
আজ সোমবার কর্মশালার দ্বিতীয় দিনে সেসন পরিচালনা করবেন, একাত্তর টিভি চ্যানেলের পরিচালক (নিউজ) ইসতিয়াক রেজা, বিশিষ্ট সাংবাদিক জুলফিকার মানিক ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রদীপ কুমার পান্ডে।
আগামী ২২ ডিসেম্বর এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে। কর্মশালায় রাজশাহীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। কর্মশালাটি সমন্বয় করছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন, জিআইজেড’র ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ আলী রেজা। এছাড়া কর্মশালায় স্থানীয়ভাবে সমন্বয় করছেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ।