দুর্নীতিমুক্ত ও মডেল উপজেলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : এমপি সৌরেন্দ্র

আপডেট: জানুয়ারি ২২, ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী বলেছেন, দুর্নীতিমুক্ত ও স্মার্ট মডেল মহাদেবপুর বদলগাছী উপজেলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। সোমবার (২২ জানুয়ারি) নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসন আয়োজিত নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ৪৮, নওগাঁ-৩ এর সাথে মহাদেবপুর উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন। এ সময় অন্যান্যের মধ্যে রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সৈকত দাশ, মহদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন প্রমুখ। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।