বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী-৪ (বাগমারা) আসনো স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচারণার গাড়িতে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এনামুলের দু’জন কর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) রাত ৮ টার দিকে বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের কালিতলা মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহতরা হলেন- ভবানীগঞ্জের উদ্দিনের ছেলে সুইট ও মজিবর রহমান। ঘটনার পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক দ্বীপপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করে রাত ৮টার দিকে ফিরছিলেন। এসময় কালিতলা মাদ্রাসা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা ইট পাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের সমর্থক মজিবুর রহমান ও সুইট আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলার পর ইঞ্জিনিয়ার এনামুল হক সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। একই সাথে বাগমারাব্যাপি নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা যে তাণ্ডব চালাচ্ছে তার বিচার চান।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, দু’জন আহত হয়েছেন। পরিস্থিতি পুলিশের নাগালের মধ্যে রয়েছে। এবিষয়ে আইনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।