দুস্থদের সেবায় সহযোগিতা বাড়াতে হবে : লিটন

আপডেট: জানুয়ারি ১৩, ২০১৭, ১২:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, সমাজের দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর দায়িত্ব বৃত্তবানদের। সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা করেছেন। অসহায় মানুষ দেশেরই নাগরিক। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর বর্ণালীর মোড়স্থ কার্যালয়ে জনতা ব্যাংক লিমিটেড রাজশাহী এরিয়া অফিসের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জনতা ব্যাংক লিমিটেড রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোখলেসুর রহমান, এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক শামীম আহমেদ, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সোলেমান আলী প্রামাণিক, জনতা ব্যাংক সিবিএ রাজশাহী অঞ্চলের সভাপতি ও নগর শ্রমিক লীগের সভাপতি বদরুজ্জামান খায়ের, অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, সিবিএ রাজশাহীর সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ