দূরত্ব

আপডেট: আগস্ট ১৮, ২০১৭, ১:৪৮ পূর্বাহ্ণ

জাহিদ আল হাসান


দূরে যাব
রোদের আকাশে তিলে তিলে জমানো
ভালোবাসার মেঘ সরিয়ে;
সুখের মেঘ থেকে দুঃখের বৃষ্টি নামিয়ে
একদিন দূরে যাব

অদ্ভুত মায়াজড়ানো সন্ধ্যায়
ব্যথিত নিকোটিন ঠোঁটে তোমার
এন্টিসেপটিক চুম্বনের দাগ মুছে দিয়ে,
দূরে যাব।

যদি মৌসুমি রাতে ফুটে ওঠে,
আমাকে ভালোবেসে শূন্য হাতে তুলে দেওয়া
গাঁদাফুল তবে সে ফুলের ঘ্রাণ শুকতে শুকতে
একদিন দূরে যাব।

যদি আকাশে তাকিয়ে থাকা চোখে
মেঘের প্রাচীর হয়ে লুকোচুরি খেলে চাঁদমুখ
তবে লজ্জাবতী ফুলের মতো মরে গিয়ে
দূরে যাব।

একদিন দূরেই যাব
তোমার বুকের ঠিক মাঝ স্টেশন থেকে যে ট্রেন
অদূরে চলে যাবে
ঠিক সে পথ ধরে ছুটতে ছুটতে
তোমার থেকে আমি; আর আমার থেকে তুমি
আমরা দুজন দুজনার দুদিক ধরে
অনেক দূরে চলে যাব।