মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে দূর্গাপুর, পুঠিয়া ও বাগমারা উপজেলায় ২৬৭টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সরেজমিনে মঙ্গলবার (২১ মে) দূর্গাপুর উপজেলার ঝালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটগ্রহণ করতে দেখা গেছে। সেখানে বৃষ্টি উপেক্ষা করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি বেশি ছিল।
এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা কল্যাণ চৌধুরী জানান, আজ অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও থেকে এখনো পর্যন্ত বড় কোন সহিংসতার খবর পাইনি। সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি আরো জানান, বৃষ্টির কারণে সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও সময়ের সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। পুঠিয়া উপজেলার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৮ ও ভোট কক্ষের সংখ্যা ৫১৩, দুর্গাপুরে ভোট কেন্দ্রের সংখ্যা ৬৭ ও ভোট কক্ষের সংখ্যা ৪৭২, বাগমারায় ভোট কেন্দ্রের সংখ্যা ১২২ ও ভোট কক্ষের সংখ্যা ৭৪৭ টি।
পুঠিয়া উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ৯১ হাজার ৮৬২ জন এবং পুরুষ ভোটার ৯০ হাজার ১৩৬ জন। দুর্গাপুর উপজেলার মোট ভোটার সংখ্যা ১লাখ ৫৯ হাজার ৯৩২ জন- এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮০ হাজার ৫১ জন এবং নারী ভোটার ৭৯ হাজার ৮৮১ জন। বাগমারা উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯৭১ জন- এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৫৮২ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৩৮৯ জন।