দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমকে মুক্তিযোদ্ধাদের বিজয় মাসের অভিনন্দন

আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩, ১০:২৮ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মুক্তিযোদ্ধারা নবাগত ইউএনও আব্দুল করিমকে ফুলের শুভেচ্ছায় অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশ মুক্তিসংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ’৭১ (কানপাড়া) রাজশাহীর নেতৃবৃন্দ এই অভিনন্দন জানায়। এর জবাবে ইউএনও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা সাবেক ডেপুটি কমান্ডার ও বাংলাদেশ মুক্তিসংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ’৭১ এর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লা, জয়েন্ট সেক্রেটারী বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আলী প্রামানিক, সংগঠনের ক্যাশিয়ার বীরমুক্তিযোদ্ধা এস.এম মাহবুব আলম, বীরমুক্তিযোদ্ধা বয়েন উদ্দীন (জনতা ব্যাংক), কানপাড়া আঞ্চলিক কমিটির সেক্রেটারী বীরমুক্তিযোদ্ধা তছের উদ্দীন মাষ্টার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সদস্য-অধ্যাপক কাউসার আহম্মেদ ও দূর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক সেলিম রেজা প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version