রবিবার, ৭ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২২ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
আনোয়ার কামাল
জীবনের ঠেলাগাড়িটাকে একটু উল্টে পাল্টে রোদে শুকোতে দাও
ওর পরতে পরতে লেপ্টে আছে সোঁদা মাটির মায়াবি গন্ধ
রোদের তাপে বেরিয়ে যাক ভেতরের ক্লেদাক্ত বেদনা
অসুর বিনাশে মিশে যাক মুক্ত আকাশে।
এসো সিনার ভেতর পুষে রাখা পাপাচার ধুয়ে ফেলি
উৎসর্গ করি ভেতরের লুকায়িত পশুকে
ঢাকের বাড়িতে দূর হোক অপছায়া পেতাত্মা।