দৃষ্টি বাঁচতে চায়

আপডেট: মার্চ ১১, ২০১৭, ১২:২৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



সরকারি বাংলা কলেজ ঢাকার শিক্ষার্থী যোবাইদা গুলশান আরা দৃষ্টি বাঁচতে চায়। দৃষ্টি বোন টিবিতে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছেন। বোন টিভিতে তার মেরুদণ্ডের ৩টি হাড়L3, L3 ও  L4 ক্ষয় হয়ে গেছে। এমতাবস্থায় তার দ্রুত অপারেশন করে হাড় প্রতিস্থাপন করা প্রয়োজন। অপারেশন না করতে পারলে সারাজীবনের জন্য দৃষ্টির প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এমন অসহায় অবস্থায় তার একার পক্ষে অপারেশনের ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
কর্তব্যরত ডাক্তারের মতে দৃষ্টির অপারেশ করতে প্রায় ১০ লাখ টাকার মতো প্রয়োজন। ইতোমধ্যে তার খুব কাছের বান্ধবী ফাহিমা চৌধুরী মেঘলা সাময়িকভাবে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সার্বিক চিকিৎসার জন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখছেন। সমাজের বৃত্তবানদের একটু সহযোগিতায় দৃষ্টি স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে। বর্তমানে সে ঢাকার স্পাইন অর্থোপেডিক হাসপাতালের ডা. শাহ আলমের অধীনে চিকিৎসাধীন নিচ্ছেন। দৃষ্টি সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, হার মানাতে চায় পঙ্গুত্বকে।
দৃষ্টি ঢাকা সরকারি বাংলা কলেজের ডিগ্রি (পাস) বিএসএস বিভাগের তৃতীয়বর্ষের (ক্লাস রোল-১৪০, শিক্ষাবর্ষ-২০১১-১২, রেজি. নম্বর-১৪৮৮৯০২) শিক্ষার্থী। তিনি এতিম ও কলেজের একজন মেধাধী ছাত্রী। তার বাবা আনোয়ার হোসেন ও মা মমতাজ বেগম অনেক আগে মারা গেছেন। তারপর থেকে তিনি নিজের জীবনের পথচলা শুরু হয় এবং সংসারের দায় ভারও তার ওপর পরে।
এরমধ্যে দৃষ্টির জন্য রাজশাহী সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের নুসরাত জাহান লিজা, গণিতের আবদুল্লাহ আল মামুন, আলম হাশু, মো. কাউসার, মোসা. পাপিয়া ও আয়েশা আক্তার মিমু, নাসিং কলেজের আয়েশা অক্তারসহ স্পর্শ স্বেচ্ছায় রক্তদান সংস্থার মোট ২৫ জন সদস্য চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাহায্যের আবেদন শুরু করেছেন।
দৃষ্টি জীবনের সঙ্গে যুদ্ধ করে বড় হয়েছে প্রতিকূল পরিবেশের মধ্যেদিয়ে। তার ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়াতে। যার জন্য তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে নিজের ক্যারিয়ার গড়ার জন্য প্রচেষ্টার কমতি ছিল না। কিন্তু নিয়তির দায়ে তার সামনের পথ চলা বন্ধ হতে চলেছে। দৃষ্টি গত ২ মাস ধরে বোন টিবিতে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছেন।
দৃষ্টি ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে এবং গত ৩ বছর আগে তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা যায়। এরপর থেকে অভাব অনটনের মাঝে সে বড় ভাইকে নিয়ে জীবনযুদ্ধে ছুটে চলেছে। বিভিন্ন ইভেন্ট প্রতিষ্ঠানে কাজ করে তার পড়াশুনা, চলাফেরা ও ভাইয়ের খরচ বহন করতেন।
বর্তমানে তার বন্ধুর সহযোগিতায় গত দেড়মাস ধরে চিকিৎসা চলছে। কিন্তু ডাক্তার বলছেন, দ্রুত অপারেশনের করে হাড় প্রতিস্থাপন করতে হবে। এজন্য টাকার প্রয়োজন। তাই এখন সবার সহযোগিতায় দৃষ্টির সুস্থ জীবন ফিরে আসতে পারে।
দৃষ্টি বর্তমানে ৩৬/এ শাহ আলী বাগ রোড, মিরপুর-১ (জনতা হাউজিং) ঢাকা-১২১৬ ঠিকানায় থাকেন। তাকে আর্থিকভাবে কোন সহৃদয়বান ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোন সংস্থা তার বিকাশ নম্বর ০১৬৮৪০২১৮০৪ ও ০১৬২২৪৫১৭৪৬ এবং সার্বক্ষণিক যোগাযোগ ০১৭৮৭১৫৬৪৯১ করা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ