সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
দৃষ্টি সাহিত্য সংসদ’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য সম্মেলন আজ। আজ শনিবার সকাল নয়টায় নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক আকবারুল হাসান মিল্লাতকে কবি নাসিরুদ্দীন আহমদ পদক প্রদান করা হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সাইদুর রহমান খান। সভাপতিত্ব করবেন, প্রফেসর শিরিন সুফিয়া খানম। অতিথি হিসেবে থাকবেন, অধ্যাপক রাশেদা খালেক, ড. ফরিদা সুলতানা, প্রফেসর ড. আবুল হাসান চৌধুরী। স্বাগত বক্তব্য দিবেন, রেবেকা আসাদ। শুভেচ্ছা বক্তব্য দিবেন, মাহবুব আহমেদ। অনুষ্ঠানে গুণীজন সম্মাননা পাবেন, প্রফেসর ড. আব্দুল খালেক, কবি অনীক মাহমুদ, লিয়াকত আলী, আকবারুল হাসান মিল্লাত, আব্দুর রশীদ চৌধুরী, প্রফেসর ড. অমৃতলাল বালা, দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী, তামিজ উদ্দীন, হামিদা হক, সিদ্দিকুর রহমান খান, মুকুল কেশরী খান, আখতার হোসেন, রোকেয়া রহমান ও কাজী আসাদুর রহমান।