দেওয়ালে আটকে রয়েছে একটি কলা, নিলামে দাম উঠল ৫২ কোটি টাকা!

আপডেট: নভেম্বর ২৪, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


একটি কলার দাম ৫২ কোটি টাকা। শুনেই চোখ কপালে উঠে গেল তো। আমেরিকা জুড়ে এই খবর ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কলাটি সেখানে বিক্রি হয়েছে ৬.২ মিলিয়ন ডলারে। তবে এবার আসি আসল কথায়। কথায় আছে চিত্রকলা সকলের বোধগম্য হয় না। সেটাই এখানে প্রকাশিত হয়েছে।

আর ছবি যখন শীর্ষস্থানে থাকে তখন তার দাম হয়তো এভাবেই মাপা হয়। সাধারণভাবে দেখলে মনে হবে দেওয়ালের সঙ্গে আটকে রয়েছে একটি কলা। এই অসাধারণ ভাবনার ছবিই বিক্রি হল অমূল্য দামে। চিত্রকলার এই ছবি আমেরিকার নিউইয়র্কের বাসিন্দারা নিজের চোখে দেখলেন। এখানেই শেষ নয়, এই ছবি কে কিনবেন তা নিয়ে বেশ ব্যস্ততাই ধরা পড়ল। অনেকেই এর জন্য যেকোনও দাম দিতেই তৈরি ছিলেন।

আর সেই সমস্যার সমাধান করতে আয়োজন করা হয়েছিল নিলাম। যে টাকায় সেটি বিক্রি হল সেটি ভারতীয় টাকায় ৫২ কোটি। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে একটি কলার দাম ৫২ কোটি টাকা। কেন। অন্য ধরনের এই ছবিগুলি এর আগেও এর থেকে বেশি দামে বিক্রি হয়েছে।

এই ছবির অর্থ হল দেওয়ালে আটকানো কলাটি নকল নয়। এটিকে দেওয়াল থেকে সরিয়ে নিয়ে নিজের ইচ্ছামত যেকোনও জায়গায় রেখে দেওয়া যেতে পারে।
এরপর প্রশ্ন আসে কেন এটির দাম এত। তার উত্তর হল এটি ইটালির বিখ্যাত শিল্পী মাওরোজিও ক্যাটালেনের আঁকা। তিনি এর নাম দিয়েছেন কমেডিয়ান।

এর দাম নিলামে প্রথমে ১.৫ মিলিয়ন ডলার থেকে শুরু হয়েছিল, শেষ হয় ৬.২ মিলিয়ন ডলারে। যদি আপনার বাড়িতে এমন একটি ছবি থাকে তাহলে অনেকেই বাড়িতে এসে ভ্রমে পড়বেন। তাহলে বাড়িতে নিয়ে যাবেন নাকি এমন একটি ছবি।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version