দেবাশিসের ৪ রানে ৪ উইকেট, বাংলাদেশের আরেকটি বড় জয়

আপডেট: নভেম্বর ২, ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


আগের ম্যাচের দারুণ বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রাখলেন লেগ স্পিনার দেবাশিস সরকার। প্রতিপক্ষকে অল্পে গুটিয়ে, আরেকটি অনায়াস জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।



চতুর্থ যুব ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৯ উইকেটে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৩৮ রানের লক্ষ্য স্বাগতিকরা ছুঁয়ে ফেলেছে ২০.৪ ওভারেই।

আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া দেবাশিস এবার ৪টি শিকার ধরেন স্রেফ ৪ রান দিয়ে। লক্ষ্য তাড়ায় ৪৬ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪১ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরার পুরস্কার জেতেন অবশ্য ওপেনার জাওয়াদ আবরার।
রাজশাহীতে বৃষ্টির কারণে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর মিরপুরে টানা তিন জয়ে চার ম্যাচের সিরিজ ৩-০তে জিতল বাংলাদেশ। আগের দুই ম্যাচে তারা জিতেছিল ১৮৩ রানে ও ৮ উইকেটে। এর আগে একমাত্র তিন দিনের ম্যাচ জিতেছিল ২০২ রানে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় আরব আমিরাত। ৮৯ রানের মধ্যেই হারায় ৬ উইকেট।

দেবাশিস যখন বোলিংয়ে আসেন, স্কোর তখন ৬ উইকেটে ১২৫। ৪.৩ ওভারে একটি মেডেনে শেষ ৪ উইকেট নিয়ে সফরকারীদের গুটিয়ে দেন তিনি।
ত্রিশ ছুঁতে পারেননি আরব আমিরাতের কেউই। দেবাশিসের ৪টি ছাড়া, বোলিং করা বাংলাদেশের বাকি পাঁচ জন নেন একটি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়ায় ৬৯ বলে ৬৯ রানের উদ্বোধনী জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন জাওয়াদ ও কালাম সিদ্দিকি এলিন। জাওয়াদ বিদায় নিলেও, শাহরিয়াল আজমির সঙ্গে ৫৬ বলে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটিতে কাজ শেষ করেন কালাম।
আগের ম্যাচে ৯৭ রান করা কালাম এবার ৪২ বলে ৬ চারে করেন ৪১। ৩৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৯ রান করেন আজমির।

সংক্ষিপ্ত স্কোর:
সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল: ৪০.৩ ওভারে ১৩৭ (আকশাত ১৫, নুর ০, ধিমান ১৬, রায়ান ২, ইয়ায়িন ২৩, এথান ১৮, সুরি ২৯, মুদিত ১৭, রাচিত ৬*, আলিআসগার ০, নাসির ০; ফাহাদ ৭-০-৩৯-১, সাদ ৬-০-২৯-১, সামিউন ১০-২-১৭-১, ফারহান ৮-০-৩৭-১, রিজান ৫-১-১০-১, দেবাশিস ৪.৩-১-৪-৪)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২০.৪ ওভারে ১৩৮/১ (জাওয়াদ ৪১, কালাম ৪১*, আজমির ৩৯*; রাচিত ২-০-১২-০, আলিআসগার ৫-০-২৪-০, নুর ১-০-১৭-০, সুরি ৭-১-৪৬-১, ইয়ায়িন ২-০-১১-০, নাসির ৩.৪-০-২৫-০)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে জয়ী
সিরিজ: ৪ ম্যাচের সিরিজ ৩-০তে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যান অব দা ম্যাচ: জাওয়াদ আবরার
তথ্যসূত্র: বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ