দেশকে আলোকিত করতে চাইলে নৌকা মার্কায় ভোট দিন : প্রতিমন্ত্রী পলক

আপডেট: ডিসেম্বর ৩, ২০১৬, ১২:০২ পূর্বাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি



তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আপনারা দেশকে অন্ধকারে না ফেলে আলোকিত করতে চাইলে নৌকা মার্কায় ভোট দিন। বিগত দিনে ৬ষ্ঠ শ্রেণির বই বিনামূল্যে কোনো শিক্ষার্থী পায় নি। শিশুরা কম্পিউটার পায় নি। বতমান সরকারের আমলে এখন তারা হাতের নাগালেই কম্পিউটার, ইন্টারনেট, মোবাইলসহ ডিজিটাল সামগ্রী পাচ্ছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় পুঠিয়া উপজেলার বিড়ালদহ সৈয়দ করম আলী (রা.) দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, আপনারা জানেন বিগত সরকারের আমলে বিদ্যুৎ এর জন্য কানসাটে মানুষকে জীবন দিতে হয়েছে। কৃষকরা তেল, সার ইত্যাদি বেশি দামে কিনতে হয়েছে। আর বর্তমান সরকারের আমলে জনগণ ও কৃষকরা তা কমমূল্যে হাতের নাগালে পাচ্ছে। আগামী নির্বাচনে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে জয় লাভ করাবেন। তাহলে আওয়ামী লীগ সরকার আপনাদের আরো সুযোগ সুবিধা দেবে।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহা. জাহীদুল হক, বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলীমুজ্জামান মন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিব খান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ