মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেজন্য দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের প্রয়োজন। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ১৫ বছর আওয়ামীলীগ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ওপর জুলুম-নির্যাতন করা হয়েছে। তবুও আমাদের নেতাকর্মীরা পালিয়ে যাইনি। কিন্তু শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে পালিয়ে গেছে। এখনো অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতে পালিয়ে যেয়ে আওয়ামীলীগের নেতারা এসব ইন্ধন দিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সকল রাজনৈতিক দলের ঐক্যের বিকল্প নেই।
বিএনপির নেতা দুলু আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এখনো আওয়ামী লীগের লোক রয়েছে। জুডিশিয়ারিতে এখনো সেই সকল বিচারকরা রয়েছেন। যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা রায় দিয়েছেন।
আমাদের প্রিয় মাতৃভূমিকে অশান্ত করতে চায়, দেশে অশান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। দেশের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে পতিত স্বৈরাচার গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের রুখে দিবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।