দেশিয় চিকিৎসক সমিতির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: মার্চ ১২, ২০১৭, ১২:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



বাংলাদেশ দেশিয় চিকিৎসক সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় নগরীর ভদ্রার মোড়স্থ ব্লু ওয়াটার চাইনিজ রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাতিত্ব করেন, কেন্দ্রীয় পরিষদের মহাসচিব ও দেশিয় চিকিৎসক সমিতি জেলা শাখার সভাপতি হাকীম হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে ছিলেন, সাংসদ আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, নগর আওয়ামী লীগের সাধারণ ডাবলু সরকার।
প্রধান আলোচক ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড এর সদস্য ডা. মিজানুর রহমান। অতিথি ছিলেন, কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি হাকীম মো. দিদার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কবিরাজ ইসমাইল মোল্লা ও মতিহার থানা আ’লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন। এছাড়া বিভিন্ন অঞ্চলের চিকিৎসকরা সম্মেলনে অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ