দেশের উন্নয়নের কারিগর প্রধানমন্ত্রী : লিটন

আপডেট: জানুয়ারি ২৮, ২০১৭, ১২:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রানীনগর মিতালী স্পোটিং ক্লাব ও শরীরচর্চা কেন্দ্রের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করছেন। তিনিই দেশের উন্নয়নের কারিগর। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শরীর ও মন ভাল রাখতে নিয়মিত ব্যায়ম করা প্রয়োজন। বিভিন্ন স্পোটিং ক্লাব ও শরীরচর্চা কেন্দ্র দেশের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে সহযোগিতা করছে। গতকাল শুক্রবার রাত ৮টায় নগরীর রানীনগর এলাকায় মহান বিজয় দিবস-১৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বিশেষ অতিথি ছিলেন, আ’লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আহসানুল হক পিন্টু, ব্যবসায়ী সুব্রত রায়, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, মতিহার থানা আ’লীগের সহসাংগঠনিক সম্পাদক আলিমুল হাসান সজল, ব্যবসায়ী আবদুল মালেক তুহিন, ব্যবসায়ী শাহ আলম বাবলু ও ইউসুফ আলী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ