দেশের বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেল ১৭ জনের

আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৬, ১১:৫৭ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক



দেশের বিভিন্ন স্থানে বৃহসাপতিবার দিনগত রাত থেকে শুক্রবার বিকেল সন্ধ্যা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমল্লিায় পৃথক দুটি দুর্ঘটনায় ৬ জন, হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জন, চুয়াডাঙ্গায় একই পরিবারের ৩ জন এবং গাইবান্ধা, জামালপুর, ময়মনসিংহ, লালমনিরহাট এবং ঝিনাইদহে একজন করে পাঁচজন নিহত হয়েছেন।
কুমিল্লায় ৬ জন নিহত
কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলায় ট্রাকের ধাক্কায় চার পিকআপযাত্রীর মৃত্যু হয়েছে; অন্য এক ট্রাকের ধাক্কায় মারা গেছেন আরও একজন।
ময়নামতি হাইওয়ে থানার এসআই মো. হানিফ জানান, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর এলাকায় ও ময়নামতি ক্যান্টনমেন্টের সামনে দুটি দুর্ঘটনায় পাঁচজন মারা যান।
পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।
অন্যদিকে বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় আজগর আলী (২০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজগর আলী চট্টগ্রাম জেলার ভুশপুর উপজেলার দাতমারা গ্রামের আবু তাহেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তা পার হচ্ছিলেন আজগর। এসময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
হবিগঞ্জে ৩ জন নিহত
জেলার চুনারুঘাট ও লাখাইয়ে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময়ে এসকল দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের রাইসমিল বাজারে সড়ক দুর্ঘটনায় আবু সালাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোগাউরা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
এদিকে বৃহস্পতিবার রাতে মোটর সাইকেলের ধাক্কায় জাহানার বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত জাহানারা দেওয়ন্দি চা বাগান এলাকার আনু মিয়ার স্ত্রী। দেওয়ন্দি চা বাগান এলাকায় জাহানার তার বাড়ির পাশে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়।
অপর দিকে হবিগঞ্জ-লাখাই সড়কে ব্যাটারি চালিত ইজি বাইক টমটম উল্টে খাদে পড়ে আমানুল ইসলাম (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার ভাদিকারা গ্রামের ইদ্রিস মিয়ার পুত্র। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ২ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত আমানুল ইসলাম বামৈ মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ২য় বর্ষের ছাত্র।
গাইবান্ধায় ব্যবসায়ী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় আব্দুল মজিদ বাবু (৫৭) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।
এ সময় তার ভাই মোখলেছুর রহমান (৫০) আহত হয়েছেন।
শুক্রবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদের বাড়ি কোমরপুর বাজার এলাকায়।
চুয়াডাঙ্গায় ‘এক’ পরিবারের ৩ জন নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন, আহত হন একজন। এরা এক পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার বিকালে জয়রামপুরে এ দুর্ঘটনা ঘটে বলে দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল খালেক জানিয়েছেন।  তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পরিদর্শক খালেক জানান, বিকাল ৪ টার দিকে দর্শনার দিক থেকে একটি মোটরসাইকেলে করে শিশুসহ চার আরোহী চুয়াডাঙ্গার দিকে আসছিলেন। জয়রামপুর শেখপাড়ায় পিছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
জামালপুরে নিহত ১
জামালপুরের ইসলামপুরে ইজিবাইকের ধাক্কায় সুশীল দাস (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সুশীলের বাড়ি ইসলামপুর পৌর এলাকার সর্দারপাড়া গ্রামে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীন-ই আলম বাংলানিউজকে জানান, সকালে বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিলেন সুশীল। এসময় পেছন থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
ঝিনাইদহে সাইকেল আরোহী নিহত
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১১টার দিকে শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে, প্রাথমিকভাবে তার নামপরিচয় জানা যায়নি।
ময়মনসিংহে অটোরিকশা চালক নিহত
ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় সোবহান (৩৫) নামে ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোবহান ভালুকার গাদুমিয়া গ্রামের আবেদালী গাজীর ছেলে।
লালমনিরহাটে বৃদ্ধ নিহত
লালমনিরহাটের হাতীবান্ধার সিঙ্গিমারী গ্রামে পাওয়ার টিলারের (ট্রাক্টর) ধাক্কায় নেছার উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মিলন বাজার সিঙ্গিমারী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নেছার সিঙ্গিমারী গ্রামের বাসিন্দা।
সূত্র: বিডিনিউজ, বাংলানিউজ, বাসস