দেশের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার মনোনীত হলেন নাসির উদ্দীন

আপডেট: জুন ৯, ২০২৩, ১১:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩’ এর প্রতিযোগিতায় সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার মনোনীত হয়েছেন মোহা. নাসির উদ্দীন।
জানা যায়, জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর থেকেই মোহা. নাসির উদ্দীন জেলার শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসা পরিদর্শন মনিটরিং সহ তার অধীনস্থ জেলার সকল শিক্ষা-প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তার কার্যালয়কে শিক্ষা বান্ধব এবং আরো গতিশীল করে তোলেন।

ইতিপূর্বে পাবনা জেলায় জেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ সালে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও তিনি কর্মজীবনে ইন্টারন্যাশনাল লিডারশিপ অন স্কুল প্রশিক্ষণে কানাডায় একমাস প্রশিক্ষণ নিয়েছেন। ফিলিপাইনে আইসিটি বিষয়ক প্রশিক্ষণের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন সহ জাপানে  world scout jamboree তে অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি রাজশাহী জেলার জেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ