দেশের সব আদালত বন্ধ ঘোষণা

আপডেট: আগস্ট ৪, ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


বর্তমান পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) থেকে সুপ্রিম কোর্ট ও নি¤œ আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে প্রধান বিচারপতি যে কোনো সময় বিচার কাজ পরিচালনার আদেশ দেবেন।

রোববার (৪ আগস্ট) এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আপিল বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারিক কার্যক্রম ও অফিস বন্ধ থাকবে। তবে প্রধান বিচারপতি জরুরি প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।

হাইকোর্ট বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারিক কার্যক্রম ও অফিস বন্ধ থাকবে। তবে প্রধান বিচারপতি জরুরি প্রয়োজনে যে কোনো সময় জরুরি বেঞ্চ গঠন করে বিচার কাজ পরিচালনার আদেশ দেবেন।

অধস্তন আদালতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধস্তন আদালত/ট্রাইব্যুনাল বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রধান বিচারপতি জরুরি প্রয়োজনে যে কোনো সময় যে কোনো আদালতকে বিচার কাজ পরিচালনার আদেশ দেবেন।

এ ক্ষেত্রে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বরত থাকবেন।
তথ্যসূত্র: বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ