সোনার দেশ ডেস্ক :
আম্বানি বাড়ির ছোট ছেলের বিয়ে, উদ্যাপন যে রাজকীয় হবে, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। কিন্তু কতটা রাজকীয় হতে চলেছে, জামনগরে প্রথম প্রাক-বিবাহ উদ্যাপনে তার আভাস পাওয়া গিয়েছিল। ইটালির বিলাসবহুল ক্রুজে দ্বিতীয় উদ্যাপনও ছিল বিলাসিতায় মোড়া।
প্রাক্-বিবাহেই যদি এমন রাজকীয় আয়োজন থাকে, তা হলে বিয়েতে কী হবে! বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই। ফোর্বসের রিপোর্ট বলছে, ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে ৫ হাজার কোটি টাকার বেশি খরচ করেছেন মুকেশ আম্বানি। এবং যা নাকি অম্বানীদের বার্ষিক আয়ের মাত্র ০.৫ শতাংশ।
এদিকে, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এবার নতুন আলোচনা বিয়েতে আসা আমন্ত্রিতদের যাতায়াত খরচ নিয়ে। কারণ, অতিথিদের আনা-নেয়া করতেই ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি খরচ করছেন কোটি টাকা!
অনন্ত ও রাধিকার বিয়েতে দেশ-বিদেশের তারকা ও ব্যবসায়ী থেকে শুরু করে হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বরাও অংশ নিচ্ছেন। এসব নামিদামি তারকাদের বিয়েতে অংশ নিতে অতিথিরা যেন ঝামেলায় না পড়েন, সে জন্য মুকেশ আম্বানি যাতায়াত ব্যবস্থায় এত বিশাল খরচা।
প্রসঙ্গত, শুক্রবার মহাবিবাহ অনুষ্ঠানের পর শনিবার আশীর্বাদ এবং রোববার জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। বিয়ের অনুষ্ঠান হবে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) জিও ওয়ার্ল্ড সেন্টারে। বিয়ের অনুষ্ঠানের কারণে এই এলাকায় যানবাহন চলাচলের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
অপরদিকে, আম্বানির ছেলের বিয়ে উপলক্ষে মুম্বাইয়ের বিকেসির বহু প্রতিষ্ঠানে হোম অফিস ঘোষণা করা হয়েছে। বিকেসি মূলত শহরের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক হাব। এখানে রয়েছে বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। শুক্রবার বান্দ্রার বিকেসির জিও ওয়ার্ল্ড কনভেশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাস্তায় তৈরি হতে পারে মারাত্মক যানজট, এমন ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।