শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৮ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
দীর্ঘ সাড়ে সাত মাস ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির (জাপা) অন্যতম প্রতিষ্ঠাতা রওশন এরশাদ।
সোমবার (২৭ জুন) দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন।
বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রওশন এরশাদকে সম্বর্ধনা জানাতে জাপা চেয়ারম্যান জিএম কাদেরসহ দলীয় নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে রওয়ানা করেছেন। ঢাকায় অবস্থানকালে রওশন এরশাদ সেখানেই থাকবেন। আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকবেন। পরে আগামী ৪ জুলাই চিকিৎসার জন্য আবারও থাইল্যান্ড চলে যাবেন।
তথ্যসূত্র: বাংলানিউজ