দেশে বছরে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের সুযোগ সুযোগের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে

আপডেট: মার্চ ১৪, ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য একটি উর্বর জায়গা। আর একটি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিদেশি বিনিয়োগ বড় ভূমিকা রাখে। আর দেশে বছরে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের সুযোগ রয়েছে বলে বাংলাদেশ বিজনেস সামিটের বিনিয়োগের সুযোগ অধিবেশনে উঠে এসেছে। আর এই কার্যকরভাবে কাজে লাগানো গেলে দেশের উন্নয়নের চিত্রে আরও আমূল পরিবর্তন আসবে।
বিজনেস সামিটের মূল উপস্থাপনায় উঠে আসে, দেশে বিনিয়োগের অপরা সম্ভাবনার চিত্র। অর্থনীতির জন্য বেশকিছু সুখবর সেখানে তুলে ধরা হয়। যার একটি হচ্ছে, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৯ম বৃহৎ ভোক্তা বাজারে পরিণত হচ্ছে। আর ২০২৫ সালের মধ্যে সাড়ে ৩ কোটি মানুষ মধ্যম আয়ের সীমায় পৌঁছে যাবে। এখানে ৭ শতাংশ হারে ভোক্তা বাজার বড় হচ্ছে। যা ভারত, ফিলিপিনস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য জাপান এবং জার্মানির চেয়ে দ্রুতগতিতে বাড়ছে। আর দেশের সুবিধাজনক ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলের প্রায় ২৯০ কোটি ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেয়া যাবে। যারা বছরে প্রায় ৮ দশমিক ৫৩ ট্রিলিয়ন বা সাড়ে ৮ লাখ ডলার ব্যয় করে থাকে।
এদেশের বিশাল সম্ভাবনাময় শ্রমবাজার রয়েছে। যেভারে ৬৮ শতাংশ মানুষ কর্মক্ষম। তাদের শিল্পে ব্যাপকভাবে কাজে লাগানো যাবে। আর পোশাক, পাট, চামড়া এবং সাইকেল রপ্তানিতে বিশ্বে শীর্ষ তালিকায় আছে বাংলাদেশ। সুযোগের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে পাল্টে যাবে অর্থনীতির চিত্র। আর বাংলাদেশের শুধু সাশ্রয়ী শ্রম বাজারই নয়, পানি ব্যবহারে সাশ্রয় হবে ৬-৮৯ শতাংশ, বিদ্যুৎ বিলে সাশ্রয় হবে ১০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত। যে কারণে বিনিয়োগকারীরা বাংলাদেশকে বেছে নিতে পারে।
আর অবকাঠামো সুবিধার মধ্যে বিশেষ ১০০টি অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক, ৪জি প্রযুক্তি এবং রাস্তা, রেল ও গভীর সমুদ্রবন্দরের সুযোগগুলোকেও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ আছে। বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার এসব বিনির্মাণে প্রায় ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগও করেছে। তাছাড়া করছাড়, বিডা ছাড়াও বিভিন্ন সংস্থা থেকে নতুন নতুন সেবা আসছে। যা বিনিয়োগের সুযোগ-সুবিধাকে আরও বাড়াবে। এখন এই সম্ভাবনাকে কার্যকর উপায়ে কাজে লাগাতে হবে। নিশ্চিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বিশ্ব প্রতিযোগিতায় নিজের অবস্থানকে আরও শক্ত করতে এই সুযোগকে কাজে লাগাতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ