দেড়যুগ পর চালু হলো মালঞ্চি রেলস্টেশন

আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ৮:০৮ অপরাহ্ণ


বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:


প্রায় দেড়যুগ পর পুনরায় চালু হয়েছে নাটোরের বাগাতিপাড়ার উপজেলার মালঞ্চি রেলস্টেশন। বুধবার (২০ ডিসেম্বর) সকালে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়নের যোগদানের মাধ্যমে পুনরায় চালু হয় এই রেলস্টেশনটি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রোজ, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি প্রভাষক এম. আরিফুল ইসলাম তপু।

জানা গেছে, ১৯২৭ সালে স্থাপিত রেলস্টেশনটি সঠিকভাবে কার্যক্রম চললেও ২০০৩ সাল থেকে এ স্টেশনের জনবল কমতে থাকে। ২০০৬ সালে একেবারে জনবলশূন্য হয়ে পড়ে। স্টেশনটিতে একটি সরাসরি এবং প্ল্যাটফর্ম-সংলগ্ন দুটিসহ মোট তিনটি ক্রসিং রেললাইন রয়েছে। পয়েন্টসম্যান না থাকায় ক্রসিং রেললাইনে ট্রেনের গতিপথ পরিবর্তন করা এতোদিন সম্ভব হয়নি। ফলে সব ট্রেন সরাসরি লাইন দিয়ে চলাচল করতো। এই লাইন নিয়ন্ত্রণ করতো মালঞ্চি স্টেশনের দুই পাশের স্টেশন নাটোর ও ঈরশ্বদী। তবে স্টেশন মাস্টারের যোগদানের পর তিনিই তা নিয়ন্ত্রণ করছেন এবং প্ল্যাটফর্ম-সংলগ্ন একটি লাইনে ট্রেন থামছে। মালঞ্চি স্টেশনের নয়া মাস্টার নয়ন জানান, তিনি একা হওয়ার কারণে মাত্র ৮ ঘণ্টা স্টেশন চালু রাখা সম্ভব হচ্ছে।

আগামীতে আরো দুই স্টেশন মাস্টার যোগ দিলে ২৪ ঘণ্টাই স্টেশনটি চালু থাকবে। নিসচার সভাপতি এম. আরিফুল ইসলাম তপু বলেন, এ উপজেলায় কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) মতো বড় প্রতিষ্ঠান রয়েছে। তাছাড়া, দুই শতাধিক স্কুল-কলেজ, হাসপাতাল ও সরকারি দপ্তর রয়েছে। স্টেশন চালু হলেও এখানে মাত্র দুটি ট্রেন থামছে। নাটোরের পরে ঈশ্বরদী রেলস্টেশনে দ্রুতযান এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস এবং খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনগুলির স্টপেজ না থাকায় যাত্রীদের নানা ভোগান্তিতে পড়তে হয়। কারণ নাটোর হতে ঈশ্বরদী সুদীর্ঘ পথ। বিধায় নাটোর ও ঈশ্বরদী মাঝখানে মালঞ্চি স্টেশনে ট্রেনগুলির স্টপেজ একান্ত প্রয়োজন।

বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার মুঠোফোনে জানান, স্টেশনটি উন্নয়নে কাজ চলছে। আরো একটি প্ল্যাটফম নির্মাণসহ যাবতীয় কাজ দ্রুত বাস্তবায়ন করবে রেলবিভাগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ