দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০১৭, ১২:১২ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



নগরীতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশ নগরীর মাস্টারশেফ চাইনিজ রেস্টুরেন্টে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।
যুগান্তরের রাজশাহী ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক আনু মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাবি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক ড. রকীব আহমেদ, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহ্ আজম শান্তনু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন অর রশীদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাবিসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রনি প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন বলেন, ‘দীর্ঘ পথ পরিক্রমায় দৈনিক যুগান্তর দেশের জনগণের কাছে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে স্বচ্ছ ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছে। নিজস্ব কার্যক্রমে ক্রমে খোলস ছেড়ে বেরিয়েছে পত্রিকাটি। রাষ্ট্রের সমস্যা, সম্ভাবনা তুলে ধরার সঙ্গে স্বাধীনতার চেতনা, সার্বভৌমত্ব ও সংবিধান অক্ষুন্ন রাখতে কাজ করে যাচ্ছে যুগান্তর। ১৮ বছরে পদার্পণের এ মূহুর্তে আমি যুগান্তর পরিবারকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।’
আরএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, যুগান্তরের বিশেষ বৈশিষ্ট্য বেশি সংখ্যক অনুসন্ধানী প্রতিবেদন থাকা। গতানুগতিক সংবাদের চেয়ে অনুসন্ধানী প্রতিবেদন সমাজ, দেশ তথা রাষ্ট্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বেশি ভুমিকা রাখে। সেই দিক দিয়ে যুগান্তর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। যুগান্তরের কাছে যেটা আমাদের প্রত্যাশা তা হলো-  ভুল, ত্রুটি ও নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক কাজের জন্য আরও কিছু জায়গা পত্রিকায় পাতায় নিশ্চিত করা। যাতে ভালো কাজের খবর জনগণের কাছে পৌঁছে যায়, অন্যরা অনুপ্রাণিত হতে পারে।
রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, যুগান্তর আমার রাতের ক্ষুধা। সারাদিন কর্মব্যস্তার কারণে খবরের কাগজ কম পড়া হয়। রাতে ঘুমানোর আগে অন্য কাগজে চোখ বুলিয়ে একটু বেশি সময় নিয়ে আমি যুগান্তর পড়ি। খুব ভালো অনুসন্ধানী প্রতিবেদন থাকে যুগান্তরে। যুগান্তর পরিবারের কাছে আমার প্রত্যাশা তারা এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
শুভেচ্ছা বক্তব্য শেষে সমাপনী পর্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর আগে সকাল ১০টা থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা অনুষ্ঠানে আসতে শুরু করেন। তারা ফুল দিয়ে যুগান্তরের রাজশাহী ব্যুরো পরিবারকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে স্বজন সমাবেশের সদস্য মহসিনা পারভিন মনিকার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাবি সাবেক ছাত্র উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, অধ্যাপক রুখসানা বেগম, অধ্যাপক হাছানাত আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জাবীদ অপু, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মর্জিনা পারভীন, ইত্তেফাকের রাজশাহী স্টাফ রিপোর্টার মো. আনিসুজ্জামান, যুগান্তরের স্টাফ রিপোর্টার জিয়াউল গনি সেলিম, রাবি প্রতিনিধি হাসান আদিব, রাবি স্বজন সমাবেশের সভাপতি আশরাফ বাপ্পী প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ