বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
রোব্বার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬:৩০ টায় নগরীর নওদাপাড়ার একটি দোকানে অভিযান চালিয়ে ৯৯ কেজি গাজাসহ দোকানদারকে র্যাব-৫ এর একটি টিম গ্রেফতার করেছে। ধৃত দোকানদার নগরীর রানিনগর হাদিরমোড়ের রুস্তম আলীর ছেলে রিয়াদ ইসনলাম ডন (৩০)। এ সময় আসামীর কাছ থেকে গাজা ছাড়াও মোবাইল ফোন ২টি, সিমকার্ড ২ টি উদ্ধার করা হয়। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তির তথ্য থেকে জানা গেছে- র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে নগরীর শাহমখদুম থানার নওদাপাড়ায় মহিলা পলিটেকনিক কলেজের সামনে রিয়াদ ইসলাম ডনের নিজ ওয়ার্কশপের দোকানে অবৈধ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। র্যাবের ওই টিম দোকান ঘেরাওকালে দৌড়ে পালানোর ডনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি পেশায় একজন ওয়ার্কশপ মিস্ত্রি এবং ওয়ার্কশপটি তার নিজ মালিকানাধীন। সে ট্রাক, বাস ও অন্যান্য পরিবহণ ক্রুটি দেখা দিলে সে ঠিক করে দেয়। যার প্রেক্ষিতে বিভিন্ন চালকের সাথে তার সু-সম্পর্ক তৈরি হয় এবং তার ওইসব পরিচিত লোকদের মাধ্যমে ট্রাক, বাস ও অন্যান্য পরিবহণের মাধ্যমে কুমিল্লার অজ্ঞাত স্থান হতে অবৈধ গাঁজা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে রাজশাহী মহানগরসহ বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। ইতিপূর্বে আরো কয়েকবার সে গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেছে।
এ ঘটনায় শাহমখদুম থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।