দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন II রাজশাহী অঞ্চলে নতুন ভোটার প্রায় ১৭ লাখ

আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩, ১২:০৬ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী অঞ্চলের ৩৯টি সংসদীয় আসনে ভোটার বেড়েছে ১৭ লাখ ১৫ হাজার ৪৫১ জন। এবার মোট ভোটার সংখ্যা ১ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার ৩৪০ জন। যা গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ তে ছিলো ১ কোটি ৩৭ লাখ ৫৭ হাজার ৮৮৯ জন।
রোববার (৩ ডিসেম্বর) রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দপ্তরটির তথ্যমতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগে মোট নারী ভোটার রয়েছেন ৭৭ লাখ ১৬ হাজার ৫৬৩ জন এবং পুরুষ ভোটার রয়েছেন ৭৭ লাখ ৫৬ হাজার ৬৭৬ জন। নারী ভোটারদের চেয়ে এবার পুরুষ ভোটার বেশি। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০১ জন। সম্ভাব্য মোট ৩৪ হাজার ৫৯ টি ভোট কক্ষ ও ৫ হাজার ৪৩৬ টি কেন্দ্রে এ অঞ্চলের ৩৯ টি আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট নারী ভোটার ছিলেন ৬৮ লাখ ৮২ হাজার ৭২৩ জন এবং পুরুষ ভোটার ছিলেন ৬৮ লাখ ৭৫ হাজার ১৬৬ জন। গত নির্বাচনে পুরুষদের চেয়ে নারী ভোটার বেশি ছিল।

রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৭৭ হাজার ৭৬১ জন। যার মধ্যে নারী ভোটার রয়েছেন ১০ লাখ ৯২ হাজার ৯৫০ জন। পুরুষ ভোটার রয়েছেন ১০ লাখ ৮৪ হাজার ৭৯৩ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৮ জন।

জয়পুরহাট জেলার ২ টি সংসদীয় আসনে মোট ভোটার রয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন। এর মধ্যে নারী ভোটার ৩ লাখ ৯১ হাজার ৭৯৩ জন এবং পুরুষ ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪২১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।

বগুড়া জেলার ৭টি সংসদীয় আসনে মোট ভোটার ২৮ লাখ ৩২ হাজার ৫২০ জন। এরমধ্যে নারী ১৪ লাখ ২৪ হাজার ৬১৭ জন এবং পুরুষ ১৪ লাখ ৭ হাজার ৮৭৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২৭ জন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৫৪ হাজার ৫৫৩ জন। নারী ভোটার রয়েছেন ৬ লাখ ৭০ হাজার ২৮৫ জন। পুরুষ ভোটার ৬ লাখ ৮৪ হাজার ২৬৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে মোট ভোটার ২২ লাখ ২১ হাজার ৯০৮ জন। এরমধ্যে নারী ১১ লাখ ১৩ হাজার ৭৪৯ জন এবং পুরুষ ভোটার ১১ লাখ ৮ হাজার ১৪৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১১ জন।

নাটোর জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার ১৪ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন। এরমধ্যে নারী ৭ লাখ ৩০ হাজার ২২৬ জন এবং পুরুষ ৭ লাখ ২৯ হাজার ৫৪৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।

সিরাজগঞ্জ জেলার ৬টি আসনে মোট ভোটার ২৫ লাখ ১৪ হাজার ১৩৪ জন। এরমধ্যে নারী ১২ লাখ ৩৯ হাজার ৮৫৮ জন এবং পুরুষ ১২ লাখ ৭৪ হাজার ২৬০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন।

পাবনা জেলার ৫টি সংসদীয় আসনে মোট ভোটার ২১ লাখ ৩৩ হাজার ৪৬০ জন। এরমধ্যে নারী ভোটার ১০ লাখ ৫৩ হাজার ৮৫ জন এবং পুরুষ ১০ লাখ ৮০ হাজার ৩৬৩ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১ জন।

এদিকে, এরইমধ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাড়া ভোট গ্রহণের সকল সরঞ্জাম পৌঁছে গেছে রাজশাহী বিভাগের প্রতিটি জেলায়। প্রতীক চূড়ান্ত হওয়ার পর আসবে ভোট গ্রহণের ব্যালট পেপার।

তফসিল অনুযায়ী ৪ ডিসেম্বর মনোনয় যাচাই-বাছাই শেষে আগামী ১৭ ডিসেম্বর প্রত্যাহার ও ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক বরাদ্দ পেলে প্রচারণায় নামবেন প্রার্থীরা।