বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ২০২৪ আসরের মোট প্রাইজমানির পরিমাণ ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার ধার্য করা হয়েছে (৯৫ কোটি ১২ লাখ টাকা)। যা ২০২৩ আসরের চেয়ে দ্বিগুণ। শতাংশের হিসেবে যা ২২৫% বৃদ্ধি পেয়েছে।
আগামী মাস থেকে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ২.৩৪ মিলিয়ন ডলার (প্রায় ২৮ কোটি টাকা) পাবে। যা ২০২৩ আসরের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানির চেয়ে ১৩৪ শতাংশ বেশি। অস্ট্রেলিয়ার মেয়েরা আগের আসরে চ্যাম্পিয়ন হয়ে পেছিল ১ মিলিয়ন ডলার (প্রায় ১২ কোটি টাকা)।
রানার্স-আপ দলের প্রাইজমানিও ১৩৪ শতাংশ বাড়ানো হয়েছে। রানার্স-আপ হওয়া দল এবার পাবে ১.১৭ মিলিয়ন ডলার (প্রায় ১৪ কোটি টাকা)। সেমিফাইনাল খেলা দল পাবে ৬ লাখ ৬৫ হাজার ডলার (প্রায় ৮ কোটি টাকা)। যা ২০২৩ আসরের চেয়ে প্রায় তিনগুণ।
যেসব দল গ্রুপপর্ব থেকে বিদায় নিবে তারা অতিরিক্ত ৩১ হাজার ১৫৪ ডলার করে পাবে। যা আগের আসরের চেয়ে ৭৮ শতাংশ বেশি। ২০২৩ আসরের গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া দলকে দেওয়া হয়েছিল ১৭ হাজার ৫০০ ডলার।
এছাড়া প্রত্যেক দলকে অংশগ্রহণ ফি দেওয়া হবে। যেটার ভিত্তিমূল্য ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার। পঞ্চম থেকে অষ্টম হওয়া দলগুলোর প্রত্যেকে পাবে ২ লাখ ৭০ হাজার ডলার করে। নবম থেকে দশম হওয়া দলগুলো পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার করে।
মূলত নারী ক্রিকেটের উন্নয়ন ও নারী ক্রিকেটকে এগিয়ে নিতেই প্রাইজমানি বাড়িয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। শেষ হবে ২০ অক্টোবর।
তথ্যসূত্র: রাইজিংবিডি