দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন ইরানের প্রেসিডেন্ট রুহানি

আপডেট: আগস্ট ৭, ২০১৭, ১২:৪৭ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


ইরানের প্রেসিডেন্ট পদে টানা দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন হাসান রুহানি। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানসহ শতাধিক দেশের প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় সময় শনিবার পার্লামেন্টে শপথ নেন তিনি। এর মধ্যে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি। ইরানের ১২তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন রুহানি।
শপথের পর রুহানি (৬৮) বলেন, বিশ্বের সঙ্গে সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতার সম্পর্কের পথে হাঁটবে ইরান। তবে দেশের জনগণের জন্য জাতীয় স্বার্থে একচুলও ছাড় দেবে না তেহরান।
১৯ মে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হন মডারেট ইসলামপন্থি নেতা রুহানি। ২০১৩ সালে প্রথমবার প্রেসিডেন্ট হন তিনি। সেবার ৫১ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসেন শিয়া সম্প্রদায়ের দেশ ইরানের এই নেতা। ইরানের ইতিহাসে এবারই প্রথম কোনো প্রেসিডেন্ট ব্যাপকসংখ্যক বিদেশি অথিতির উপস্থিতিতে শপথ নিলেন। তথ্যসূত্র : প্রেসটিভি অনলাইন