দ্বিতীয় রাউন্ড থেকে সিদ্দিকুরের বিদায়

আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:৪৮ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


ফিজি ইন্টারন্যাশনালের শুরুটা ভালো ছিল না দেশসেরা গলফার সিদ্দিকুরের। সুযোগ ছিল দ্বিতীয় রাউন্ডের ঘুরে দাঁড়ানোর। তবে তা আর হয়নি। তাই দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছেন এই গলফার।
শুক্রবার একটি বার্ডি ও একটি বোগিতে পারের সমান স্কোর করেন সিদ্দিকুর। তবে সব মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট বেশি খেলে যৌথভাবে ৮৮তম স্থানে থেকে ছিটকে পড়েন।
প্রায় সাড়ে এগারো লাখ ডলার প্রাইজমানির এই আসরের প্রথম রাউন্ডে পারের চেয়ে পাঁচ শট বেশি খেলে যৌথভাবে ১০৮তম স্থানে থেকে দ্বিতীয় রাউন্ড শুরু করেন সিদ্দিকুর।
এর আগে জার্মানির পোরশে ইউরোপিয়ান ওপেনে তৃতীয় হওয়া সিদ্দিকুর কিছুদিন আগে বেঙ্গালুরুতে টেক সলিউশন মাস্টার্সে যৌথভাবে ২৯তম হয়েছিলেন।