মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:জনমনে স্বস্তি আনা ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে মানববন্ধন করবে ওয়ার্কার্স পার্টি । মঙ্গলবার (১৯ মার্চ) নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। এর আগে বিভিন্ন থানা ও এলাকায় ১২ দফা দাবি নিয়ে লিফলেট বিতরণ করে দলটির নেতৃবৃন্দ।
সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় চন্দ্রিমা থানার উদ্যোগে শালবাগান বাজারে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য নাজমুল করিম অপু, চন্দ্রিমা থানার সভাপতি শহিদ হাসান শিশির, ১৮ নম্বর ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী পরশ,
বোয়ালিয়া পশ্চিম শাখার সাধারণ সম্পাদক শাহিন শেখ, বাংলাদেশ ছাত্রমৈত্রী মহানগরের সহ-সভাপতি অমিত সরকার, নারী মুক্তির সংসদের জেলা সদস্য হিরা আক্তার। এর আগে পরপর দুইদিন মতিহার ও শাহমখদুম থানায় লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।