শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে আওয়ামী লীগের বিশাল জনসভা শেষ হয়েছে। এই জনসভাকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয় ছিল সভাস্থলসহ আশে-পাশের এলাকাগুলো। মাদ্রাসা মাঠে লাখ লাখ মানুষে অংশগ্রহণে খাবারের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, বাদামের খোঁসা, কাগজ, পানির বোতল পড়ে এক ধরনের ময়লার সৃষ্টি হয়। তবে সেই ময়লা এক রাতের মধ্যে পরিস্কার করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। ফলে সকালে নগরবাসী উপহার পেয়েছে আগের সেই পরিস্কার-পরিচ্ছন্ন নগর।
সংশ্লিষ্টরা বলছেন, প্রধানন্ত্রী শেখ হাসিনার জনসভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়ে রাসিকের পরিচ্ছন্ন কর্মীরা। পরিচ্ছন্ন কর্মীরা নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে, মনিচত্বর, সিএনবি মোড়, লক্ষ্মীপুর, নিউ মার্কেট, গোহাঙ্গা রেলগেট, ভদ্রা, তালাইমারী, কোর্ট এলাকার সড়কগুলো রাতের মধ্যেই পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। সেই সাথে বর্জগুলো রাতের মধ্যেই অপসারণ করা হয়।
রাজশাহী সিটি করাপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন বলেন, আমাদের পরিচ্ছন্ন কর্মীরা জনসভার পরপরেই কাজে লেগে যায়। তারা রাতে কাজ করে নগরী পরিস্কার পরিচ্ছন্ন করেছে। এছাড়া মাদ্রাসা, ইদগা মাঠের আশে-পাশে পরিস্কার-পরিচ্ছন্ন কর্মীদের কাজ করেছে। মাদ্রাসা মাঠের আশে-পাশে বেশি পানির বোতল পড়েছিল। সেই বোতল ও খাবার শেষে ফেলে দেওয়া প্যাকেটগুলো পরিস্কার করা হয়েছে।