দ্রুত রাজস্ব আহরণ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান

আপডেট: মার্চ ৭, ২০২৪, ১১:২৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:
২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে দ্রুত রাজস্ব আহরণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে ‘উন্নয়নের জন্য রাজস্ব’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ১৯৭২-৭৩ সালে আয়করের হার ছিল মাত্র ১০ শতাংশ, বাকি ৯০ শতাংশ রাজস্ব আসত কাস্টমস থেকে। এখন শুল্ক থেকে এই হার ২৯ শতাংশ, আয়কর বেড়ে ৩৪ শতাংশ এবং ভ্যাট ৩৭ শতাংশে নেমে এসেছে।

‘শুল্ক থেকে রাজস্ব ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে এবং আয়কর এবং ভ্যাট বৃদ্ধি পেয়েছে।’ অন্যদিকে ১৯৭২-৭৩ সালে আমাদের আর্থিক অবস্থা ছিল কৃষি নির্ভর, তখন শিল্প ছিল না। শিল্প ধীরে ধীরে বেড়েছে, এবং এর সাথে জিডিপি বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয় বেড়েছে। জনগণের আয় বৃদ্ধির সাথে সাথে তাদের কর প্রদানের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং দেশের উন্নতি হচ্ছে।

তিনি বলেন, জাতীয় রাজস্ব বাজেট ২০০৮ থেকে ২০২২-২৩ সাল পর্যন্ত সাত গুণ বেড়েছে, কিন্তু গত ১০ বছরে রাজস্ব আদায়ের হার চার গুণ বেড়েছে। যেহেতু আমরা দ্রুত উন্নত দেশে পরিণত হতে চাই, তাই রাজস্ব আদায়ের হার যথেষ্ট নয়, আমাদের আরও বাড়াতে হবে।
এনবিআর চেয়ারম্যান রাজস্ব প্রদানে জনগণের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের ব্যাখ্যা করে বলেন, সরকার ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প এবং উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে।

এছাড়া ‘মেড ইন বাংলাদেশ’ ধারণাটি গড়ে তোলা হবে বলে জানান তিনি। ‘আমরা যখন বাজারে যাই, আমরা দেখি যে পণ্যগুলি মেড ইন চায়না, মেড ইন মালয়েশিয়া, মেড ইন থাইল্যান্ড, মেড ইন ইন্দোনেশিয়া। অন্যান্য দেশ আমাদের বাজারকে পুঁজি করে তাদের জিডিপি উন্নত করছে। এটা হতে দেওয়া যাবে না। আমরা আমাদের বাজারে শুধুমাত্র আমাদের পণ্য থাকবে।’

‘মেড ইন বাংলাদেশ’ ধারণাটি ২০২০ সালে গৃহীত হয়েছে এবং এর অর্থ হল আমরা চাই মধ্যবিত্তদের ব্যবহৃত পণ্য বাংলাদেশে আনা হোক এবং তৈরি করা হোক।
‘মেড ইন বাংলাদেশ’ ধারণার ফলে স্মার্টফোন, টেলিভিশন, এসি, মোটরসাইকেলের মতো ৯৫ শতাংশ পণ্য এখন বাংলাদেশে তৈরি। ‘আমাদের ভারী এবং নতুন শিল্প দরকার। আমরা একটি উন্নত দেশ হব, তবে আমরা শুধুমাত্র অ্যালুমিনিয়ামের বাসন, বালতি, প্লাস্টিকের সামগ্রী এবং বহিরাগতদের সেলাইয়ের কাপড় তৈরি করে উন্নত দেশ হব না। একটি উন্নত দেশ হতে হলে আমাদের ভারী শিল্প তৈরির দিকে ঝুঁকতে হবে। ভারী শিল্প। কঠিন কিছু নয় যা আমাদের দেশের মানুষ পারে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ