শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে ভিডিওচিত্র ধারণ ও সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে আল মামুন (২৪) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে নাটোরের সিংড়া উপজেলার খরিসাক্ষা গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে মামুনকে গ্রেফতার করা হয়।
এর আগে গত বুধবার রাত ১০টার দিকে ভুক্তভোগী নারী পুঠিয়া থানায় হাজির হয়ে আল মামুনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এরপর ঘটনার পর থেকে আল মামুন পলাতক ছিলো বলে পুলিশ জানায়।
আল মামুন পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি সমশের আলীর ছেলে। সে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি (এনএস) কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার জনৈক ব্যক্তির তালাকপ্রাপ্ত মেয়ে আল মামুনের গ্রাম সৈয়দপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিন আসা যাওয়ার সুবাদে ওই নারীর সঙ্গে মামুনের পরিচয় হয়। পরিচয়ের কিছুদিন পর মামুন ওই নারীকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাবে রাজি হলে গত ১৫ মে বিকেলে বিয়ের জন্য নারীটিকে নিয়ে আল মামুন রাজশাহীতে রওনা হয় এবং শর্তদেয় বিয়ের ব্যপারে কাওকে কিছু না জানাতে। রাজশাহী শহরে গিয়ে সময়ক্ষেপণ করে বিয়ে পড়ানো কাজী নেই বলে মামুনের এক আত্মীয়ের বাসায় নিয়ে গিয়ে স্ত্রীর পরিচয় দেয়। সে রাতেই আত্মীয়ের বাসায় নারীটিকে ধর্ষণ এবং সেই দৃশ্য নারীটির অজান্তে মোবাইলে ভিডিওচিত্র ধারণ করে তাকে ফেলে চলে আসে আল মামুন। পরে তাকে বিয়ের জন্য চাপ দিলে নারীটিকে বিয়ে করতে অস্বীকার করে এবং ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আবারো ধর্ষণ করতে চায় মামুন। তার কথায় রাজি না হওয়ায় গত ২০ জুলাই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়। এরপর বুধবার রাতে ওই নারী বাদী হয়ে আল মামুনকে আসামি করে পুঠিয়া থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান ভূঁইয়া জানান, মামলা দায়েরের পর থেকে আল মামুন এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শুক্রবার ভোর ৪টার দিকে নাটোর জেলার সিংড়া উপজেলার খারাসাক্ষা গ্রামে আল মামুনের আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল মামুন তার অপরাধ স্বীকার করেছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।