বুধবার, ১৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বিহারকোল বাজার এলাকায় এক র্যালি শেষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাগাতিপাড়া ভূমিহীন সমিতির আয়োজনে মানববন্ধনে অংশ নেয় নিজেরা করিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, সমাজ কর্মী আরিফুর রহমান কনক ও সাংবাদিক মাহাতাব হোসেনসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারলে দেশব্যাপী নারীদের উপর জুলুম ও অত্যাচারের মাত্রা অনেক কমে আসবে।