শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
‘ধর্ষিত স্কুলছাত্রীর আত্মহত্যা’ শিরোনামে গত রোববার (১৮ ডিসেম্বর’১৬) স্থানীয় পত্রিকায় প্রকাশিত গোদাগাড়ী থানার ঘটনাটি পরের দিন সোমবার (১৯ ডিসেম্বর’১৬) সরজমিনে তদন্ত করে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার একটি তদন্ত দল। তদন্ত দলে ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক সেলিনা বানু, ললিত নগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক রুনা লাইলা বিথি।
স্কুলের গ্রন্থাগারিকের হাতে ধর্ষণের শিকার গোদাগাড়ী থানার দিগরাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ এই ধরণের অনাকাঙ্খিত ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং আসামীকে গ্রেফতার করে যথাযথ শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। এছাড়াও ছাত্রীর পরিবারের পাশে থেকে তাদেরকে আইনী সহায়তা প্রদান করবে বলেও জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায় স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।